04/20/2025 এবার কানাডা সীমান্তে উড়ন্ত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
মো: মনিরুল ইসলাম
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৯
আন্তর্জাতিক ডেস্ক : এবার কানাডা সীমান্তে একটি উড়ন্ত বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা সীমান্তের নিকটবর্তী হারুন হ্রদের কাছে উড়তে থাকা ওই বস্তুটি ভূপাতিত করার নির্দেশ দেন। খবর বিবিসি’র।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ওই বস্তুটি বাণিজ্যিক বিমান চলাচলে বাধার কারণ হতে পারত। কারণ এটি ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এর আগে শনিবার মন্টানার একটি সামরিক স্থাপনার ওপর ওই বস্তুটিকে উড়তে দেখা গিয়েছিল।
তবে ওই বস্তুটিকে সামরিক হুমকি হিসেবে মনে করা হচ্ছিল না। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, মনুষ্যবিহীন ওই বস্তুটি দেখতে অষ্টভুজের মতো ছিল। পরে যুদ্ধবিমান এফ-১৬ থেকে একটি মিসাইল ছুড়ে ওই বস্তুটি ভূপাতিত করা হয়।
উত্তর আমেরিকার আকাশের ওপর গত কয়েকদিন ধরে এ ধরনের বস্তু ভূপাতিত করায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনার উপকূলীয় এলাকায় সন্দেহভাজন একটি চীনা বেলুন ভূপাতিত করা হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, ওই বস্তুটি চীন থেকে উড়েছিল এবং কয়েকদিন ধরে সেটি বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা মনিটর করছিল। তবে চীন জানায়, ওই বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারি নয় বরং আবহাওয়া মনিটর করা হচ্ছিল।