04/21/2025 রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই
মো: মনিরুল ইসলাম
২৫ মার্চ ২০২২ ২০:৫৮
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫৪) ও প্রীতি (২৪)। এর মধ্যে জাহিদুল গাড়িতে ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে তার গাড়িচালক আহত হয়েছেন। এছাড়া নিহত প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।