04/21/2025 রায়পুরায় পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
মো: মনিরুল ইসলাম
২৫ মার্চ ২০২২ ২০:২৯
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক সংলগ্ন সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।