04/20/2025 ‘কঠিন হচ্ছে’ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি: জেলেনস্কি
আল আমিন
৬ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৬
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করছে। শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাকে প্রায়ই বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে। এবং আরও কঠিন হচ্ছে। রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে। ’
‘এখন বাখমুত, ভুলেদার, লাইমান ও অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে’- তিনি যোগ করেন।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি।
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ