04/20/2025 সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা সবাই জানে: ডা. জাফরুল্লাহ
আল আমিন
২৫ মার্চ ২০২২ ০৩:৩২
নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের কথা কখনোই ভাবে না। তাদের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা সবাই জানে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণজমায়েত ও গণমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিলের আগে এক সমাবেশে বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় কথা বলেন।
সমাবেশে জেএসডির সভাপতি আ স ম রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এই সরকার গরিব দুঃখীদের দেখে না। যখন দুর্ভিক্ষের মতো অবস্থা, তখন তারা আতশবাজি করে, বেলুন ফুটায়। আপনাদের বলি ক্ষমতা ছেড়ে তো যেতে হবেই, তাই এখনও সময় আছে ঠিক করুন সম্মানের সঙ্গে না কীভাবে ক্ষমতা ছেড়ে যাবেন। গরিব নিম্নবিত্ত-মধ্যবিত্তদের ন্যায্যমূল্যে ভাত দেন, রুটি দেন না হলে গদি ছেড়ে দেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের কোনো তোয়াক্কা করে না। অন্যদিকে এক মন্ত্রী বলেন, দাম বাড়লে কি হয়েছে, সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিন গুন বেড়েছে। তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল পালন করা।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দেশের বর্তমান যে অবস্থা এতে করে আমাদের সবাইকে মিলে দেশকে বাঁচাতে হবে, এই সরকারকে হটাতে হবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু বলতে হচ্ছে এমন দেশের জন্য আমি যুদ্ধ করিনি।
বিদেশ বার্তা/ এএএ