04/20/2025 হাইতিতে হামলায় পুলিশসহ নিহত ৪
আল আমিন
২৩ জানুয়ারী ২০২৩ ০২:১৪
আন্তর্জাতিক ডেস্ক : হাইতির রাজধানীতে পুলিশের ওপর সংগঠিত দলগুলোর অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) ন্যাশনাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ জানুয়ারি) হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিখোঁজ এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রাজধানীর প্যাশনভিল এলাকায় এক দুস্থ ব্যক্তিকে সহায়তা করতে গেলে এ হামলা চালানো হয়।
হাইতির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের দীর্ঘ ইতিহাস রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জুভেনিল মোইজিকে হত্যার পর, দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
দেশের অধিকাংশ এলাকা শক্তিশালী ও সশস্ত্র চক্রের নিয়ন্ত্রণে। তারা প্রতিনিয়ত মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। দেশটির পুলিশ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাংদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত প্রচেষ্টা করা
মানবাধিকার গ্রুপগুলো জানিয়েছে, এই গ্যাংগুলো বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
বিদেশ বার্তা/ এএএ