04/19/2025 ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া
আল আমিন
২৪ মার্চ ২০২২ ০৩:৪৭
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিগত কয়েক দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১১২ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৪০ জন শিশু।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে।
এদিকে ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'এটি (ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো) হবে বেপরোয়া এবং ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত।'
সংবাদ সম্মেলনে পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ান ও ন্যাটো বাহিনীর যেকোনো সম্ভাব্য 'সংযোগ' স্পষ্ট পরিণতি হতে পারে যার ক্ষতিপূরণ হবে অনেক কষ্টসাধ্য।
বিদেশ বার্তা/ এএএ