04/20/2025 ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে
আল আমিন
১৮ জানুয়ারী ২০২৩ ০৭:০১
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি।
এজন্য তিনি জার্মানি এবং ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদারের কথা বলেন।
গতকাল সোমবার বার্লিনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করতে হবে।
তিনি বলেন, পোল্যান্ড এবং ফিনল্যান্ড কিয়েভকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাবো যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, ইউক্রেনে পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে, সে কারণে কিয়েভকে সমর্থন দেয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না।
সূত্র : ফার্স্টপোস্ট।
বিদেশ বার্তা/ এএএ