04/20/2025 রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের সব ধরণের বিমান চলাচল স্থগিত
মো: মনিরুল ইসলাম
২৪ মার্চ ২০২২ ০১:৩১
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে রাশিয়া চলাচলকারী সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।
বুধবার দেশটির রাষ্ট্রীয় ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের বিমান চলাচল সম্পর্কিত পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং নিয়মাবলী পর্যালোচনা করার জন্য স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।
রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিরোধিতা কিংবা নিন্দা প্রকাশ করেনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সূত্র: আল জাজিরা।