04/21/2025 নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
আল আমিন
১৭ জানুয়ারী ২০২৩ ০৩:০৫
নিজস্ব প্রতিবেদক: যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।
এ উপলক্ষ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে বিএনপির এ কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ