04/20/2025 জাতীয় চলচ্চিত্র পুরষ্কার গ্রহণ করলেন বিজয়ীরা
মো: মনিরুল ইসলাম
২৪ মার্চ ২০২২ ০০:৩০
নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্রে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ গ্রহণ করলেন বিজয়ীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশরীরে উপস্থিত না থাকতে পারার কারণে অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও চেক তুলে দেয়া শুরু হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পেয়েছেন ২৯ জন। অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার।