04/20/2025 হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ
আল আমিন
১৪ জানুয়ারী ২০২৩ ০৪:৪১
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা আজ শুক্রবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ভিকটিম স্কুলছাত্রী। এসময় মো. এমরান মিয়াসহ অজ্ঞাত ২-৩ জন তাকে অপহরণ করে অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে ইমরান তার বন্ধুর বাসায় আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করে।
মাধবপুর থানার এসআই মানিক সাহা জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নিতে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ