04/20/2025 ‘বয়ফ্রেন্ড পারফেক্ট হলে ব্রেকআপ হতো না’
মো: মনিরুল ইসলাম
১৩ জানুয়ারী ২০২৩ ২২:৪৮
বিদেশবার্তা ডেস্ক : আমি মুখ দেখাইলাম না বললাম না সে আমার কে! জামাই বা বয়ফ্রেন্ড! সে তো এইসব নাও হতে পারে! কিছু ইস্যুর কারণে আমি তার ফেসটা হাইড করেছি। সবচেয়ে বড় কথা সে আমার খুব ভালো বন্ধু বিপদের বন্ধু। আমরা বাঙালিরা কারো সম্পর্কে কিছু না জেনেই শুভকামনা এবং সমালোচনা করার হিড়িক চাপিয়ে দেই এটা হল আমাদের জাতিগত প্রবলেম।
মিস্টার পারফেক্ট কি শুধু মানুষ জামাই কে বলে! জামাই আর বয়ফ্রেন্ড যদি এতোই পারফেক্টই হতো তাহলে কারো সাথে কারো ডিভোর্স বা ব্রেকআপ হতো না। কিন্তু একটা ভালো বন্ধু কখনো কখনো কারো কাছে একটা পারফেক্ট মানুষ হয়। না জেনে শুনে আমার বন্ধুদের কে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দেওয়া বা জামাই বানিয়ে দেওয়া বন্ধ করুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)