04/20/2025 জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
আল আমিন
১৩ জানুয়ারী ২০২৩ ০৬:১২
নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে মুরগীবাহী পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার ফটিয়াসরকার পাড়ার আঃ করিমের ছেলে। তিনি দিনাজপুরের হিলির একটি জুট মিলের স্টোর কিপার হিসেবে চাকরি করতেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওসি) সিরাজুল ইসলাম জানান, সাইফুল ইসলাম একজনকে সাথে মোটরসাইকেলে করে হিলি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। পথে গতন শহর মোড়ে মুরগীবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।
বিদেশ বার্তা/ এএএ