04/21/2025 ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু
আল আমিন
১৩ জানুয়ারী ২০২৩ ০৬:০৯
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর সংবাদমাধ্যমকে জানান, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ-জামাতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান।
আর নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। আজ সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় তার। কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।
আব্দুন নূর বলেন, বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে বিশাল ময়দানের খুঁটিনাটি কিছু কাজ ছাড়া সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে।
বিদেশ বার্তা/ এএএ