04/20/2025 ‘রেইড ২’ নিয়ে আসছেন অজয় দেবগন
আল আমিন
১৩ জানুয়ারী ২০২৩ ০৩:৩৭
বিনোদন ডেস্ক: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘রেইড’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন বলিউড সিংহাম অজয় দেবগন। সম্প্রতি ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর ‘রেইড ২’ তৈরির পরিকল্পনা করছেন অজয় দেবগন।
জানা গেছে, রেইড-এর দ্বিতীয় কিস্তিতেও মূল ভূমিকায় থাকবেন অজয় দেবগন। সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার গুপ্ত, যিনি রেইড পরিচালনা করেছিলেন। প্রযোজনায় থাকছেন কুমার মাঙ্গত।
‘রেইড’-এ অজয় দেবগনের সঙ্গে আরো ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ এবং সৌরভ শুক্লা। সিনেমাটি ভারতের একজন আইআরএস অফিসার অমে পট্টনায়েকের (অজয় দেবগন) জীবনী অবলম্বনে নির্মিত, যিনি তৎকালীন সংসদ সদস্য রামেশ্বর সিংয়ের বেনামি সম্পদ উদ্ধার করে বেশ আলোড়ন ফেলে দেন। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল ছিল।
তবে‘রেইড ২’-এর কাহিনি কী হবে সেই বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতারা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিদেশ বার্তা/ এএএ