04/20/2025 পশ্চিমাদের কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: রাশিয়ার
আল আমিন
১০ জানুয়ারী ২০২৩ ০৪:৪৭
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স ও পশ্চিমারা অস্ত্র সরবরাহ করার কারণেই আরও দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেনের জনভোগান্তি। সোমবার এমন দাবিই করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মৌলিকভাবে এই সরবরাহ এখন কিংবা ভবিষ্যতে কোনোকিছুই বদলাতে পারবে না। তবে তারা পারবে ইউক্রেনের মানুষের ভোগান্তি দীর্ঘায়িত করতে।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে, ইউক্রেনকে হালকা ধরনের ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ম্যাক্রোঁর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
নতুন ঘোষণা হিসেবে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি।
সূত্র: এএফপি
বিদেশ বার্তা/ এএএ