04/20/2025 ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ
মো: মনিরুল ইসলাম
২৩ মার্চ ২০২২ ০০:০৫
খেলাধুলা ডেস্ক : নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৯ রানেই থেমে যায় টাইগ্রেসদের রানের চাকা।
হ্যামিল্টনে ভারতের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। এরপর দলের স্কোর ৩৫ করতেই নেই বাংলাদেশের পাঁচ উইকেট। ব্যাটিং বিপর্যয় খাদের কিনারায় নিয়ে যায় জাতীয় দলকে। সেখান থেকে দলকে টেনে তোলার মিশনে নামেন সালমা খাতুন ও লতা মণ্ডল, কিন্তু তাদের পক্ষে বেশি দূর টানা সম্ভব হয়নি।
দলীয় ৭৫ রানে সালমার বিদায়ের পর দলীয় ৯৮ রানে ফেরেন লতা। আর তাতেই একেবারে ভেঙে পড়ে জাতীয় দলের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১১৯ রানেই থামে বাংলাদেশের ইনিংসের চাকা। আর ভারত সেই সুবাদে পায় ১১০ রানের বড় জয়।