04/21/2025 মির্জা ফখরুল ও আব্বাসের জামিন নামঞ্জুর
আল আমিন
২২ ডিসেম্বর ২০২২ ০৩:৩৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামান এই আদেশ দেন। সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবারও অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হয়।
আইনজীবী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ বছরে মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ৯২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০ থেকে ২৫টি মামলা এখনও চলমান আছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বিশেষ জামিনের আবেদনের পরপরই ঢাকার একটি আদালত ফখরুল ও আব্বাসসহ ২২৪ বিএনপি কর্মী ও নেতার জামিন নামঞ্জুর করেন।
পরবর্তীতে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে একটি রিট দায়েরের পর বিএনপির এই দুই প্রবীণ নেতাকে ডিভিশনাল ফ্যাসিলিটি দেওয়া হয়।
এর আগে রাজধানীর বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
বিদেশ বার্তা/ এএএ