04/20/2025 থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবি: ৩১ নাবিক নিখোঁজ
আল আমিন
২০ ডিসেম্বর ২০২২ ০৫:৪০
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পড়ে শতাধিক ক্রু নিয়ে এক যুদ্ধজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
থাইল্যান্ডের নৌবাহিনীর বরাতে বিবিসর খবরে বলা হয়েছে, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। রোববার রাতে ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়।
সোমবার থাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছে কিন্তু ৩১ জন এখনও উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন।
থাইল্যান্ডের নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, জাহাজডুবির পর ১২ ঘণ্টারও বেশি সময় পার হলেও তাদের উদ্ধার করা যায়নি।
দেশটির কর্মকর্তারা বলেছেন, জাহাজটিতে পানি ভরে যাওয়ার পর এর সামনের অংশ প্লাবিত হয়। পরে জাহাজের পাওয়ার রুমে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েন। একপর্যায়ে রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটি ডুবে যায়।
বিদেশ বার্তা/ এএএ