04/20/2025 স্টেডিয়াম চাই না, আমাদের খেলার মাঠ দরকার : পাপন
আল আমিন
২০ ডিসেম্বর ২০২২ ০৫:৩৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ক্রিকেট খেলার মাঠ নেই জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, আমি স্টেডিয়াম চাই না, আমাদের খেলার মাঠ দরকার।
সোমবার রাজধানীর গুলশান-২ এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাজমুল হাসান পাপন বলেন, ঢাকা শহরে ক্রিকেট খেলার মাঠ নেই। আমরা আগে আবাহনী মাঠে খেলতাম, গত ৮ বছর ধরে সেখানে খেলার কোনো সুযোগ নেই। আমরা ধানমন্ডি মাঠে খেলতাম, সেটাও গত ৭ সাত বছর ধরে বন্ধ। মিরপুরের স্টেডিয়াম ছাড়া ঢাকা শহরে ক্রিকেট খেলার একটিও মাঠ নেই। আমি স্টেডিয়াম চাই না, আমাদের মাঠ দরকার। কারণ আগে ক্রিকেট খেলতো ঢাকা শহরের ছেলেরা। আর এখন জাতীয় দলে গত ৫-৭ বছরে ঢাকার কোনো ছেলে নেই। সব আসে গ্রামগঞ্জ থেকে। এটা ভালো, কিন্তু ঢাকার ছেলে-মেয়েরা খেলবে না কেন? এর কারণ মাঠ নেই।
পাপন বলেন, প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম করা হচ্ছে। আমার উপজেলায় একটি জায়গা ছিল, মাঠ ছিল। বিকাল হলেই ছোট ছেলে-মেয়েরা সেখানে খেলাধুলা করতো। এখন সেখানে স্টেডিয়াম করে তালা মেরে রেখেছে। গত চার বছরে সেখানে কেউ ঢুকতে পারে না। তাহলে স্টেডিয়াম করলো কার জন্য? এই বিষয়গুলো আমাদের দেখা উচিত।
বিদেশ বার্তা/ এএএ