04/21/2025 সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে নিহত ৩, আহত ১৭
মো: মনিরুল ইসলাম
১৮ ডিসেম্বর ২০২২ ২৩:৩৮
আন্তর্জাতিক ডেস্ক : উঁচু ঢেউয়ের আঘাতে তিন সাতারুর মৃত্যুসহ অনেকে আহত হয়েছে। দক্ষিণ আফ্রিকার দুরবান শহরের সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। দেশটির প্রশাসনের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।
কাওয়াজুলা নাটাল জরুরি বিভাগের মেডিকেল সার্ভিসেসের মুখপাত্র রবার্ট ম্যাকেনজিয়া বলেন, শনিবার উঁচু ঢেউয়ের মধ্যে পড়ে তিন জন ডুবে যান। এবং এতে ১৭ জন আহত হন। তাদের অবস্থা গুরুত্বর। নিহতদের মধ্যে একজন কিশোর রয়েছে। যোগ করেন তিনি।
শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শহরটির প্রশাসন।
ঘটনার পর পরই ৩৫ উদ্ধারকর্মী কাজে নেমে পড়েন। এছাড়া ওই ঘটনার সময় প্রায় সমুদ্র সৈকতে ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার এই শহটিতে ইরিচিয়া কোলি ব্যাকটেরিয়া আঘাত হানার পর দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতটি বন্ধ রাখা হয়। কিন্তু খুলে দেওয়ার কিছুদিন পরই ঘটল এ ধরনের ঘটনা। এছাড়া চলতি বছরের বন্যায় সমুদ্র সৈকতটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সামনে বড়দিন এ উপলক্ষে সমুদ্র সৈকতটি নতুন রুপে সাজানো হয়েছে। যাতে পর্যটকরা এখানে আনন্দ উপভোগ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।