04/21/2025 জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
মো: মনিরুল ইসলাম
১৮ ডিসেম্বর ২০২২ ২১:৩৪
বিদেশবার্তা ডেস্ক : চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয় তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।