04/20/2025 রাশিয়ার হয়ে যুদ্ধ করতে প্রস্তুত সিরিয়ান সেনারা
আল আমিন
২১ মার্চ ২০২২ ০৪:৫৭
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রবিবার ২৫তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে সিরিয়ার আধাসামরিক বাহিনীর বেশ কয়েকজন যোদ্ধা বলেছেন তাঁরা রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু কেন্দ্রীয় পর্যায় বা সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় তাঁরা যেতে পারছেন না। সিরিয়ার প্যারামিলিটারি ফোর্স (আধাসামরিক বাহিনী) ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) দুই কমান্ডার সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। রোববার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার জাতীয় আধাসামরিক প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার নাবিল আবদুল্লাহ বলেন, তিনি রাশিয়াকে সাহায্য করার জন্য সিরিয়া যুদ্ধের সময় অর্জিত দক্ষতা কাজে লাগাতে প্রস্তুত আছেন। সিরিয়ার সুকাইলাবিয়াহ শহর থেকে ফোনে রয়টার্সকে তিনি এ কথা জানান।
গত ১৪ মার্চ নাবিল আবদুল্লাহ বলেছেন, ‘সিরিয়া এবং রুশ নেতৃত্বের নির্দেশনা পেলেই আমরা এই ন্যায়ের যুদ্ধে লড়াইয়ে নামবো।’
সিরিয়ান এই কমান্ডার আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছি না এবং নির্দেশনা পেলেই সেখানে (ইউক্রেন) গিয়ে জয়েন করার জন্য প্রস্তুত আছি। আমরা তাদের এমন কিছু দেখাবো, যা তারা আগে দেখেনি। আমরা রাস্তায় যুদ্ধ পরিচালনা করবো। এবং ওই কৌশলগুলো প্রয়োগ করবো, যা আমরা আমাদের যুদ্ধের সময় অর্জন করেছি এবং সিরিয়ায় সন্ত্রাসীদের পরাজিত করেছি।’
এই বিষয়ে মন্তব্যের জন্য ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়টার্স যোগাযোগ করলে সে বিষয়ে কোনো জবাব দেয়নি মন্ত্রণালয়। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
সিরিয়া মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে মস্কোর সহায়তায় দেশের বেশির ভাগ অঞ্চলেই বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে বাশার আল-আসাদের বাহিনী।
বিদেশ বার্তা/ এএএ