04/20/2025 কর্ণাটকে বাবাকে হত্যার পর ৩২ টুকরো করলো ছেলে
আল আমিন
১৪ ডিসেম্বর ২০২২ ০৮:২৮
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের বাগালকোট জেলায় বাবাকে হত্যার পর, মরদেহ ৩২ টুকরো করে গভীর নলকূপে ফেলে দিয়েছে ভিথালা কুলালি নামে এক তরুণ।
বাবাকে হত্যার দায়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ভিথালা কুলালিকে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।
জানা গেছে, নিহতের নাম পরশুরাম কুলালি (৫৩), আর খুনি তারই বড় ছেলে ভিথালা কুলালি (২০)। প্রায় প্রতিদিনিই মাতাল অবস্থায় বাড়িতে ফিরে ভিথালাসহ ছোট দুই ছেলেকে মারধর করতেন পরশুরাম। বরাবরের মতো গত ৬ ডিসেম্বর ভিথালাকে প্রচণ্ড মারধর করেন পরশুরাম। অত্যাচার সহ্য করতে না পেরে লোহার রড দিয়ে পিটিয়ে বাবাবে হত্যা করে বসেন ভিথালা। পরে বাবার মরদেহ ৩২ টুকরো করে।
পরে ভিথালা মরদেহের টুকরোগুলো মুধল শহরের মানতুর সড়কের পাশে নিজেদের জমির গভীর একটি নলকূপে ফেলে দেন। এ হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর পুলিশ খননযন্ত্র ব্যবহার করে পরশুরামের মরদেহের একাধিক অংশ উদ্ধার করেছে।
বিদেশ বার্তা/ এএএ