04/20/2025 চলতি মাসেই বৈঠকে বসছেন রাশিয়া- চিন
আল আমিন
১৪ ডিসেম্বর ২০২২ ০৩:২৬
আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। রুশ বিজনেস পত্রিকা ‘দৈনিক ভেদোমোস্তি’র বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ও চীনা নেতা চলতি মাসের শেষ দিকে বৈঠক বসবেন। এ সময় তারা ২০২২ সালের ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদপত্রটিকে বলেছেন, বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ইতোমধ্যে ঠিক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।
পুতিন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুই নেতার মধ্যে বৈঠকটি সশরীরে হওয়ার সম্ভাবনা কম।
এরআগে গত ১৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে রাজধানী সমরখন্দে বৈঠক করছেন পুতিন ও শি জিনপিং। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথম ব্যক্তিগত আলোচনা। এরমধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি বৈঠক করেন তারা।
সূত্র: রয়টার্স
বিদেশ বার্তা/ এএএ