04/20/2025 ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
আল আমিন
২১ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৫৮
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পাঁচ বছর পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ আগামী মাসে ঢাকায় আসবেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা করবে সরকার। এছাড়া নিরাপত্তা ও শ্রমিক পাঠানোর বিষয়েও আলাপ হবে এ সফরে।
সৌদি আরবের সঙ্গে সম্পর্ক এবং ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, দেশটি আমাদের পুরনো এবং পরীক্ষিত বন্ধু। এছাড় মুসলিম বিশ্বে তাদের অবস্থান প্রথাগতভাবে দৃঢ়।
পররাষ্ট্র সচিব বলেন, আমাদের দিক থেকে যেসব বিনিয়োগ প্রস্তাব ঝুলে আছে, সেগুলোর যাতে নিষ্পত্তি হয় সেটা তাদের জানিয়ে দেওয়া হবে। যেগুলো সম্ভব নয় সেগুলোও জানানো হবে।
তিনি বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সফর আমাদের জন্য একটি সুযোগ। আমাদের মূল আগ্রহ হচ্ছে বিনিয়োগ এবং অন্যান্য সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়ে আলোচনা করা।
সচিব আরও বলেন, সৌদি আরবের ভূ-রাজনীতিক স্বার্থ এবং তাদের নিজস্ব সমাজ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগে সৌদি আরবকে কর্মী পাঠানোর প্রিজম দিয়ে দেখা হতো। কিন্তু এখন কর্মী নেওয়া ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য বিষয়ে তাদের আগ্রহ আছে। জ্বালানি, বিদ্যুৎ, বিমানবন্দর, বন্দরসহ অনেকগুলো প্রকল্পে সৌদি আরবের আগ্রহ রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একদেশ অপরকে সহায়তা দিয়ে থাকে। তাই তাদের ওই আগ্রহের সঙ্গে আমাদের সমন্বয় করতে হবে।
বিদেশ বার্তা/ এএএ