04/20/2025 আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে পাকিস্তানের নিহত ৭
মো: মনিরুল ইসলাম
১২ ডিসেম্বর ২০২২ ২২:১১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবানের গোলাবর্ষণে সীমান্তে পাকিস্তানের সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
রবিবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানের চামান সীমান্ত এলাকায় আফগান সীমান্তরক্ষীদের গুলি ও কামানের গোলাবর্ষণের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি সৈন্যরা।
ব্যস্ত সীমান্ত ক্রসিংটি বাণিজ্য ও ট্রানজিটের কাজে ব্যবহৃত হয়। এই সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়। গত মাসে এক বন্দুকধারী চামান সীমান্ত ক্রসিংয়ে এক পাকিস্তানি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেন। সেই ঘটনার পর সীমান্ত ক্রসিংটি এক সপ্তাহের জন্য বন্ধ ছিল।
আফগানিস্তানের সীমান্তের প্রদেশ কান্দাহারের কর্মকর্তা নুর আহমদ রয়টার্সকে বলেছেন, গোলাগুলির এই ঘটনা আকস্মিক ঘটেছে এবং উভয় পক্ষের বৈঠকের পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা প্ররোচনায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে কামান ও মর্টারের ভারী গোলা বর্ষণ করেছে। এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত আগ্রাসন’ হিসাবে আখ্যা দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করে পাক সৈন্যরা উপযুক্ত জবাব দিয়েছে।
পাকিস্তান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে এবং ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কাবুলের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত বছর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে দেশটির সঙ্গে প্রতিবেশীদের সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগান থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে তালেবান পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে। সূত্র: ডন।