04/19/2025 অর্থের বিনিময়ে টুইটারে ফের ব্লু টিক সেবা চালু
মো: মনিরুল ইসলাম
১২ ডিসেম্বর ২০২২ ২২:০৪
বিদেশবার্তা ডেস্ক : ইলন মাস্ক টুইটার কেনার পর অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার সুবিধা চালু করেছিলেন। এতে ভুয়া ভেরিফায়েড অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যায়। এ নিয়ে বিতর্কের মুখে গত মাসে তা বন্ধ রাখা হয়েছিল। আজ সোমবার এ সুবিধা ফের চালু করা হয়েছে। আগের মতোই ৭.৯৯ ডলারের বিনিময়ে যে কোনো ব্যবহারকারী চাইলে তার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তবে যারা অ্যাপল ডিভাইসে টুইটার অ্যাপ ব্যবহার করেন তাদের খরচ করতে হবে ১১ ডলার।
টুইটার ব্লুতে অতিরিক্ত ফিচার হিসেবে থাকছে ‘এডিট’ বাটন। ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে এটি চালু করা হয়। তবে অনেকের আশঙ্কা, এতে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়তে পারে। কারণ পোস্ট শেয়ার হয়ে যাওয়ার পর টুইটকারীর কাছে সেটি সম্পাদন করার সুযোগ থাকছে।
ব্লু-টিক সেবা গ্রহণকারীদের বিজ্ঞাপনের ঝামেলা তুলনামূলকভাবে কম পোহাতে হবে। তাদের পোস্টও সবার আগে দেখাবে। ভালোমানের ভিডিও দেখাসহ বেশকিছু সুবিধা তারা পাবেন। সূত্র : বিবিসি