04/20/2025 রুশ প্রোপাগাণ্ডা ছড়ানোর দায়ে ১৫০০ সংবাদমাধ্যম ব্লক
মনিরুল ইসলাম ফরাজী
২১ মার্চ ২০২২ ০১:৪০
আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রোপাগাণ্ডা ছড়ানোর দায়ে অন্তত ১৫০০ সংবাদমাধ্যম ব্লক করেছে ইউক্রেন। ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফেক্স ইউক্রেন।
ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকেই ব্লক হওয়া গণমাধ্যমগুলো নজরদারিতে ছিল। ব্লক করে দেয়া সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল বা অনলাইন মাধ্যমগুলোর গ্রাহক ছিলেন কমপক্ষে দেড় কোটি মানুষ।
পুলিশের দাবি, ৩,১৭৮টি খবর চিহ্নিত করা হয়েছে, যেগুলো যুদ্ধাপরাধকে ন্যায্যতা দিয়েছে। তাছাড়া, গোপন করেছে বেসামরিক ইউক্রেনিয়ানদের মৃত্যুর তথ্য। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ব্যবহারকারী এবং গোয়েন্দাদের অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।