04/21/2025 ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
আল আমিন
৯ ডিসেম্বর ২০২২ ০৪:৪১
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। এই সময়ে ২৪৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ২১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৯০ জন এবং ঢাকার বাইরে ৫২২ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৯ হাজার ৬৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন তিনজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৬৩ জন মারা গেছেন।
বিদেশ বার্তা/ এএএ