04/20/2025 মক্কা ও মদিনার দুই মসজিদে নতুন খতিব নিয়োগ
আল আমিন
৯ ডিসেম্বর ২০২২ ০৪:৩৫
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামের প্রধান সম্মানিত স্থান মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে নতুন তিনজন খতিব নিয়োগ দেওয়া হয়েছে।
মসজিদুল হারামের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদের ইমাম শায়খ ড. ইয়াসির দাওসারি। এদিকে মসজিদে নববিতে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ খালিদ আল-মুহান্না ও শায়খ আহমদ আল-হুদাইফি। সৌদি সংবাদমাধ্যম উকাজ সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার (৭ ডিসেম্বর) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্মতিক্রমে মক্কা ও মদিনার জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তাঁদের নিয়োগের ঘোষণা দেন। মক্কা ও মদিনার মতো প্রধান দুই মসজিদের মিম্বর থেকে বিশ্বের মুসলিমদের কাছে ইসলামের সাম্য-সম্প্রীতি ও মধ্যপন্থার বার্তা পৌঁছে দিতে যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শায়খ ড. ইয়াসির দাওসারি ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারাজ প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদুল হারামের নিয়মিত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি মসজিদুল হারামে পাঁচ বছর পর্যন্ত তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রিয়াদের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।
শায়খ খালেদ মুহান্না ১৩৯৬ হিজরিতে সৌদির আল-ইহসা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ইমাম সাউদ ইউনিভার্সিটি শিক্ষকতার পাশাপাশি মসজিদে নববিতে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।
শায়খ ড. আহমদ বিন আলি আল-হুদাইফি মসজিদের নববির পরিচিত ইমামদের অন্যতম। তিনি মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফির সন্তান। ১৪৩৮ হিজরি থেকে শায়খ আহমদ বিন আলি মসজিদে নববিতে তারাবি ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪৪১ হিজরিতে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন।
বিদেশ বার্তা/ এএএ