04/21/2025 নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাংবাদিকদের বের করে দিলো পুলিশ
মো: মনিরুল ইসলাম
৯ ডিসেম্বর ২০২২ ০৪:০১
বিদেশবার্তা ডেস্ক : নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাংবাদিকদের বের করে দিলো পুলিশঅনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকা থেকে সাংবাদিকদের বের করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ওই এলাকা থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়। এসময় সিআইডির ক্রাইম সিন ইউনিট ওই এলাকায় প্রবেশ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার পুলিশ সদস্যদের নিয়ে সরকার সাংবাদিকদের সরিয়ে দেন। এসময় তিনি বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ভেতরে কাজ করবে এজন্য সাংবাদিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরো যুক্ত করেন, নয়াপল্টন বিএনপি কার্যালয় একটি মারাত্মক ঘটনাস্থল। এখানে প্রচুর ককটেল পাওয়া গেছে। সুতরাং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যানচলাচল বন্ধ থাকবে। এখানে আরও ককটেল থাকতে পারে। এছাড়া নাশকতা চালানোর মতো আরও উপাদান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের কাছে বেশ কিছু গোয়েন্দা তথ্য আছে তার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। এই এলাকায় শুধুমাত্র ইমার্জেন্সি লোকজনকে প্রবেশ করতে দেওয়া হবে।