04/21/2025 আজ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু
মো: মনিরুল ইসলাম
২০ মার্চ ২০২২ ১৯:৩০
নিজস্ব প্রতিবেদক : ২৬তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ আজ থেকে শুরু হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে চলবে। এ সময় প্রায় ৪ কোটি শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। লক্ষ্যমাত্রা পূরণে ১ লাখ ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের ১২-১৬ বছর বয়সী সব শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবোজল বা ভারমক্স ৫০০ মিলিগ্রাম) ভরা পেটে খাওয়ানো হবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৫-১৬ বছর বয়সী স্কুলবহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথশিশু, কর্মজীবী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে খাওয়ানো হবে।