04/20/2025 ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া
আল আমিন
২০ মার্চ ২০২২ ০৪:৩৭
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: দ্য গার্ডিয়ান
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের একটি বড় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও বিমান গোলাবারুদের ডিপোতে এই হামলা চালানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে দেশটির সামরিক বাহিনীর রেডিও এবং অনুসন্ধান কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
উল্লেখ্য, হাইপারসনিক মিসাইল হল শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
বিদেশ বার্তা/ এএএ