04/20/2025 বাংলাদেশের বিপক্ষে ১৮৬ রানে অল আউট ভারত
আল আমিন
৫ ডিসেম্বর ২০২২ ০২:৩০
অনলাইন ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
সাকিব আল হাসানের ঘূর্ণি আর ইবাদত হোসেনের গতিতে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। সাকিব ৫ ও ইবাদত ৪ উইকেট নেন।
সাকিবের পাঁচ উইকেট
লোকেশ রাহুল ফিফটি করলেন, ওয়াশিংটন সুন্দর জীবন পেলেন। ৪ উইকেটে দেড়শ পার করলো ভারত। সাকিব আল হাসান ষষ্ঠ ওভারে বল হাতে তুলে নিলেন। ভেঙে দিলেন দুজনের প্রতিরোধের দেয়াল। চার রানে চার উইকেট হারালো সফরকারীরা, যার মধ্যে তিনটিই সাকিব আল হাসানের।
৩৩তম ওভারে সাকিব ওয়াশিংটন সুন্দরকে (১৯) ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। এরপর এলোমেলো ভারতের ব্যাটিং লাইন।
১১ বলের মধ্যে মাত্র ৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় ভারত। সাকিব তার চতুর্থ উইকেট পান পরের ওভারে শার্দুল ঠাকুরকে ফিরিয়ে। একই ওভারে দীপক চাহারকে ফেরান তিনি।
এর আগে বাঁহাতি স্পিনার ১১তম ওভারে জোড়া আঘাতে বিদায় করেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তাতে করে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশে ইনজুরির কারণে নেই তামিম ইকবাল, বাদ পড়েছেন তাইজুল ইসলাম। একাদশে ঢুকেছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত, ধাওয়ান, কোহলি, আইয়ার, রাহুল, ওয়াশিংটন, শাহবাজ আহমেদ, শার্দুল, দিপক, সিরাজ, কুলদীপ।
বিদেশ বার্তা/ এএএ