04/20/2025 এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট
আল আমিন
২০ মার্চ ২০২২ ০২:৫৮
স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর।
শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল। এশিয়া কাপের ক্রীড়াসূচি এখনও প্রকাশিত হয়নি।
এশিয়া কাপে ভারত সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার রানার-আপ। শ্রীলঙ্কা জিতেছে ৫ বার। পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে।
এর আগে ২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
বিদেশ বার্তা/ এএএ