04/21/2025 যশোরে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে ৫ জন নিহত
আল আমিন
২ ডিসেম্বর ২০২২ ২২:৩৭
নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে যশেরের দিক থেকে যাওয়া একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবুর রহমান (৫৫) ও তার শিশুপুত্র তাউশিকে (৭) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়। পরে কাভার্ডভ্যানটি রাস্তার পাশের আরও চারটি দোকানে আঘাত করে একটি খাবার হোটেলে আঘাত করে। এসময় হোটেলে থাকা আরও তিনজন পিষ্ট হয়ে মারা যান। তারা হলেন, একই উপজেলার জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর শামসুল ইসলাম (৬০)। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও আছে।
বিদেশ বার্তা/ এএএ