04/21/2025 খালেদা জিয়া সমাবেশে অংশ নিলে মুক্তির শর্ত ভঙ্গ হবে: আইনমন্ত্রী
মো: মনিরুল ইসলাম
২ ডিসেম্বর ২০২২ ২০:০১
বিদেশবার্তা ডেস্ক : আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দুইটি শর্ত মিথ্যা প্রমানিত হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি নেতাদের দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতেই বেগম খালেদা জিয়ার দুই মামলায় সাজা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার অবনতির কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণে দুইটি শর্তে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে। এরপর থেকে বেগম খালেদা জিয়া মুক্ত। তিনি নিজের বাসায় আছেন এবং বাইরে গিয়ে চিকিৎসাও নিচ্ছেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সুপ্রীম কোর্টের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আমিন উদ্দিন এবং আইন মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের দেয়া পৌনে চার কোটি টাকা অনুদানে জেলা আইনজীবী সমিতির এ বার ভবনটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির ল' ইয়ার্স ডাইরেক্টরি মোড়ক উন্মোচন এবং লাইব্রেরি সফটওয়্যারেরও উদ্বোধন করা হয়।