04/20/2025 পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা রিয়াজ
মো: মনিরুল ইসলাম
২৭ নভেম্বর ২০২২ ২১:০২
বিদেশবার্তা ডেস্ক : দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অভিনেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চত করেছেন।
রিয়াজ লিখেছেন, ‘আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়…’ রিয়াজের পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী। নিজের নামের শেষাংশের সঙ্গে মিল রেখেই ছেলের নাম রেখেছেন রিয়াজ।
রিয়াজ-মুশফিকা তিনা দম্পতির দ্বিতীয় সন্তান আরিজ। তাদের প্রথম সন্তান আমেরা সিদ্দিকী। তার বয়স এখন ৭ বছর। অভিনেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে রিয়াজের কোলে নবজাতক আরিজ এবং তার পাশেই দেখা যাচ্ছে আমেরাকে। ধারণা করা হচ্ছে, মা ও সন্তান সুস্থ আছেন। রিয়াজের সঙ্গে কথা বলতে শনিবার রাত ১টার দিকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।