04/20/2025 যমুনায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
মো: মনিরুল ইসলাম
১৯ মার্চ ২০২২ ০১:২৭
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পৌর এলাকার শহীদ শেখ রাসেল শিশু পার্কের সামনে যমুনার চরে এ ঘটনা ঘটে।
নিখোজ স্কুলছাত্ররা হলো- জেলা শহরের এসবি ফজলুল হক রোড গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এসএসসি পরীক্ষার্থী সন্দীপ কর্মকার ও একই মহল্লার কালুর ছেলে দশম শ্রেণির ছাত্র সকাল।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি জানান, দুপুরের দিকে নৌকা নিয়ে যমুনার চরে আসে গোশালা মহল্লার আট স্কুলছাত্র। পরে তারা নদীতে গোসলে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় চারজন ডুবে যায়। এদের মধ্যে স্থানীয়রা বিশাল ও প্রান্ত নামে দু’জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় সন্দীপ ও সকাল। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে। রাজশাহী থেকে ডুবুরি দল আনা হচ্ছে।