04/20/2025 পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
আল আমিন
২৩ নভেম্বর ২০২২ ০৪:০২
নিজস্ব প্রতিবেদক: পাবনায় সাঁথিয়ায় ট্রাকচাপায় দুই করিমন যাত্রী নিহত ও আরো ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাটগাড়ি এলাকায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সাঁথিয়া উপজেলার খিদির গ্রামের হাসেন আলীর ছেলে মুন্নাফ (৫০) ও আবুল হাশেম মোল্লার ছেলে জিয়াউর রহমান মোল্লা (৪০)।
স্থানীয়রা জানায়, সকালে খিদির গ্রাম থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত (ভ্যান) করিমনযোগে কয়েকজন কৃষক পেঁয়াজ নিয়ে বেড়া হাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের বহনকারী কমরিমনটি উপজেলার পাটগাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে করিমনযাত্রী কৃষকরা আহত হন। গুরুতর আহত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পথিমধ্যে দুইজন মারা যান। আরেকজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশ বার্তা/ এএএ