04/21/2025 জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
মো: মনিরুল ইসলাম
২১ নভেম্বর ২০২২ ২২:০৩
বিদেশবার্তা ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এর আগে রবিবার (২০ নভেম্বর) দিনগত রাতে এক ক্ষুদে বার্তায় দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
তিনি জানান, সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।