04/20/2025 ইউক্রেনীয় বাহিনীর হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন
আল আমিন
২১ নভেম্বর ২০২২ ০৩:৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন দাবি করেছে, খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি হামলায় বিপুল সংখ্যক রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান,তাদের বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আক্রমণ করেছে। এতে রাশিয়ান পক্ষের হতাহতের ঘটনা ঘটে।
ইউক্রেনের বাহিনী এ তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ