04/20/2025 ইউক্রেন ইস্যুতে চীনের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্র
আল আমিন
১৮ মার্চ ২০২২ ০৬:০৬
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, 'বাইডেন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২ দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতা, ইউক্রেনে রাশিয়ার হামলা ও অন্যান্য পারস্পরিক বিষয় নিয়ে কথা বলবেন।'
এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে ওয়াশিংটনের চলমান প্রচেষ্টার অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, চীনের কাছে রাশিয়া অস্ত্র ও অর্থ সহায়তা চেয়েছে। চীন রাশিয়াকে সহযোগিতা প্রদানে কিছুটা আগ্রহও দেখিয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়। যদিও চীন এসব প্রত্যাখান করে।
বিদেশ বার্তা/ এএএ