04/20/2025 আপাতত প্রাথমিকের শিক্ষকদের জ্যেষ্ঠতা নয়
মো: মনিরুল ইসলাম
২০ নভেম্বর ২০২২ ২৩:১১
বিদেশ বার্তা ডেস্ক : সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয়, এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের দেয়া ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
রবিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
জাতীয়করণকৃত ২৬,০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরচকালের ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণের রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ল। লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
হাইকোর্টের সেই রায় রবিবার স্থগিতের পাশাপাশি স্থিতিবস্থা দেয় আপিল বিভাগ। সেই সাথে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি দেয়া হয়। সূত্র চ্যানেল২৪ না