04/20/2025 ট্রাম্পের টুইটার একাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক
মো: মনিরুল ইসলাম
২০ নভেম্বর ২০২২ ২২:০৯
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনলাইনে ভোটাভুটির পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। খবর বিবিসি।
ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া উচিত কিনা তা জানতে অনলাইনে পোলের আয়োজন করেন ইলন মাস্ক। এতে ৫১.৮ শতাশং মানুষ ট্রাম্পের অ্যাকাউন্টি পুনরায় খুলে দেওয়ার জন্য ভোট প্রদান করেন। সংখ্যায় ভোটারদের পরিমাণ ১ কোটি ৫০ লাখ।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আগেই বলেছেন তিনি আর টুইটারে ফিরে যেতে চান না। তিনি বলেন, এটি ব্যবহারের আর কোনো কারণ দেখছি না।