04/30/2025 সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের
মো: মনিরুল ইসলাম
১৭ নভেম্বর ২০২২ ২৩:৪১
বিদেশবার্তা ডেস্ক : সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলন এমন পর্যায়ে যাবে পিছু হটার সুযোগ পাবে না। সেফ এক্সিটের সুযোগও পাবে না।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আগ্নিসন্ত্রাসের ইতিহাস আওয়ামী লীগের। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস, জঙ্গির কথা বলে মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও বিভ্রান্ত করতে চায়।
ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সরকারের লোকজন দায়িত্বহীন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে তা নস্যাতের হীন চক্রান্তে মেতেছে। মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ নস্যাতের চক্রান্ত জনগণ মেনে নিবে না।
বিএনপি মহাসচিব আরো বলেন, ক্ষমতাসীনদের উস্কানির পরও বিএনপির সমাবেশে কোথাও কোনো সহিংসতা হয়নি। সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় সমাবেশগুলো নস্যাৎ করতে বালখিল্য আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।