04/30/2025 ক্ষমতাসীনরা মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না : মির্জা ফখরুল
মো: মনিরুল ইসলাম
১৭ নভেম্বর ২০২২ ০০:৪৪
বিদেশবার্তা ডেস্ক : ক্ষমতাসীনরা কাপুরুষ, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না। আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বলেন, যে যা বলে বলতে দেন, খেলা হবে বিএনপি নেতারা তাদের কথায় কান দিবেন না।
মির্জা ফখরুল আরো বলেন, আমরা আমাদের লক্ষ্যে পৌছাবো। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। কঠিন লড়াই শুরু করেছি নিজের বেঁচে থাকার লড়াই।