04/20/2025 ইউক্রেনের আক্রমনে রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত
আল আমিন
১৮ মার্চ ২০২২ ০২:২০
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমনে রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই নিহত হয়েছে ২০০ রুশ সেনা।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ৪৪৪টি ট্যাংক, ১৪৩৫ সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন ও ৩টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। এছাড়াও রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।
এর আগে ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
আমেরিকার গোয়েন্দার জানিয়েছে, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেরও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।
যদিও ২ মার্চ রাশিয়া জানিয়েছিল ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ সেনার প্রাণ গেছে।
সূত্র: আল জাজিরা, ইন্টারফ্যাক্স
বিদেশ বার্তা/ এএএ